HEALTHY BODY, BEAUTIFUL MIND, BEST WORK, HAPPY & WEALTHY LIFE.

Default Image
24, Nov 2025
বিশ্ব ডায়াবেটিস দিবস

আজ ১৪ ই নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস”
আসুন সুশৃংখল জীবন যাপন করি, পরিবারকেও ডায়াবেটিস মুক্ত রাখি। এই স্লোগানকে সামনে রেখে রাজধানীর উত্তরার ৪ নাম্বার সেক্টর পার্কে উত্তরা ইয়োগা সোসাইটির উদ্যোগে “ডায়াবেটিস নিরাময়ে ইয়োগা চর্চার উপকারিতা বিষয়ক” এক আলোচনা সভার আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব গাজী জসিম, অতিরিক্ত আইজিপি, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ হেডকোয়ার্টাস ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব
মনজুরুল ইসলাম  নির্বাহী সম্পাদক বাংলাদেশ প্রতিদিন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মেজর  (অব:) আনিসুর রহমান, সভাপতি,
উত্তরা কল্যাণ সমিতি সেক্টর-৪।
প্রধান আলোচক, ছিলেন জনাব ডা: মো. আমান উল্লাহ, ন্যাচারাল মেডিসিন ও বয়স্ক রোগ বিশেষজ্ঞ  ও সহকারী পরিচালক, সুপারনিউমেরারী, সরকারি ওল্ড হোম।
        
প্রোগ্রাম এর মূল আলোচ্য বিষয় ছিল
ডায়াবেটিস নিরাময়ে প্রয়োজন ইয়োগা ও সুস্থ জীবনাচার।

সময়: সকাল ৭:০০ ঘটিকায়, স্থান : মাল্টি স্পোর্টস গ্রাউন্ড ,উত্তরা কল্যাণ সমিতি সেক্টর-৪, উত্তরা, ঢাকা ।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আবু শাহাদাত জাহিদ কার্যনির্বাহী সদস্য উত্তরা ইয়োগা সোসাইটি,
অনুষ্ঠানটির অর্গানাইজার ছিলেন নাসির উদ্দিন তন্ময় , কার্যনির্বাহী সদস্য উত্তরা ইয়োগা সোসাইটি।

উক্ত অনুষ্ঠানটি আয়োজন করেন জনাব মাসুদুর রহমান মল্লিক , সভাপতি, উত্তরা ইয়োগা সোসাইটি।

পিঠা উৎসব-2026। আয়োজনে আমাদের প্রাণের সংগঠন উত্তরা ইয়োগা সোসাইটি।

https://www.facebook.com/share/v/1G4VU7aU1A/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts